ছুটি বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের। আলিপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে ছট পুজো উপলক্ষে অতিরিক্ত একদিনের ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ছট পুজো পড়ছে ৩ নভেম্বর। এবং ৩ নভেম্বর রবিবার হাওয়ার জন্য ৪ নভেম্বর, সোমবার ছট পুজোর ছুটির ঘোষণা করা হয়। মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এবারের পুজোর ছুটিতে এই রকম ঘটনা দেখতে পাওয়া গেছে। ২ অক্টোবর ছিল গান্ধী জয়ন্তী ছুটি এবং পুজোর ছুটি ছিলো ৪ অক্টোবর থেকে। মাঝের ৩ তারিখটা ছুটি ঘোষনা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফলে পুজোর ছুটি শুরু হয়ে যায় ২ অক্টোবর থেকেই।
বরাবরই উৎসব উদযাপন উপলক্ষে অতিরিক্ত ছুটি দিয়ে এসেছেন তৃণমূল নেত্রী। ছটপুজো, জামাইষষ্ঠী, ভাইফোঁটা, শিবরাত্রিতে মতো পার্বনে ছুটি চালু হয়েছে তাঁর আমলেই। তবে সরকারি কর্মীদের ছুটি বৃদ্ধি নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।