দেশনিউজ

মধ্যবিত্তের জন্য ভালো খবর! কমতে পারে জিনিসপত্রের দাম

Advertisement

১ লা অক্টোবর থেকে মধ্যবিত্তের জীবনে আসতে চলেছে বড়সড়ো পরিবর্তন। লাগাতার মূল্যবৃদ্ধির ফলে জেরবার সাধারণ মানুষের মুখে পূজোর আগে হাসি ফোটাতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের নেতৃত্বে জিএসটির ৩৭ তম বৈঠক সম্পন্ন হলো। সেখানেই বেশ কিছু জিনিসপত্রের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মূল্যবান রত্ন হিরে, চুনি, পান্না, নীলার দাম কমছে। একই সাথে বিদেশে প্রস্তুত বেশ কিছু রত্নের জিএসটির পরিমাণ কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অন্যদিকে, গাড়ি কেনার ক্ষেত্রেও বড়সড়ো ছাড় পেতে চলেছেন গ্রাহকরা। ১০ থেকে ১৩ আসন বিশিষ্ট পেট্রোল বা ডিজেল চালিত গাড়িতে ২৮ শতাংশ জিএসটি কমানোর ব্যাপারে আলোচনা হয়েছে।

১২০০ সিসি পেট্রোল বা ডিজেল চালিত গাড়িতে ১ শতাংশ ও ১,৫০০ সিসি গাড়িতে ৩ শতাংশ জিএসটি কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মারুতি সুজুকির ওনম অল্টো ৮০০, অল্টো ১০, সুইফ্ট ডিজায়ার, ডিজায়ার ট্যুর এস, এস ক্রোন্স সহ একাধিক গাড়ির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রেন যাত্রায় জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগে ৫ শতাংশ ছিল, তা বাড়িয়ে বর্তমানে ১২ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button