অফবিট

জাম্পিং লোগো সহ ‘লিপ ডে’ উদযাপন গুগল ডুডলের

Advertisement

জাম্পিং লোগো সহ ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি ‘লিপ ডে’ উদযাপন করছে গুগল ডুডল। গুগল ডুডলের হোম পেজে যে ছবি ফুটে উঠেছে তাতে লেখা রয়েছে, ‘আমরা আশা করছি আপনার একটি ভাল কাটবে — হ্যাপি লিপ ডে!” লিপ ডে, যা প্রতি চার বছর অন্তর ২৯ ফেব্রুয়ারি একবার করে আসে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার সহ বিভিন্ন সৌর ক্যালেন্ডারে পালন করা হয় এই দিনটি। ২০১৬ সালে, গুগল শিল্পী অলিভিয়া হুইন-র লোগো হিসাবে চঞ্চল খরগোশদের সাথে এই দিনটি উদযাপন করেছিল।

প্রসঙ্গত, পৃথিবী তার নিজের কক্ষপথে সূর্যের চারপাশে ঘুরে আসতে ৩৬৫ দিনের চেয়ে প্রায় ৬ ঘন্টা সময় বেশি নেয়। এরফলে প্রতি ৪ বছর অন্তর একদিন বেড়ে যায়। সেই কারণে প্রতি ৪ বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়ানো হয়। এই দিনটিকে ‘লিপ ডে’ এবং বছরটিকে ‘লিপ ইয়ার’ বলে।

আরও পড়ুন : ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে গাছ লাগিয়ে সুন্দর ঘর সাজিয়েছেন ১১ বছরের কন্যা

তবে গ্রেগ‍রিয়ান ক্যালেন্ডারের যে বছরগুলি ১০০ দ্বা বিভাজ্য সেই বছরগুলি ৪০০ দ্বারা বিভাজ্য না হলে তা লিপ ইয়ার হিসেবে গণ্য হয় না।

Related Articles

Back to top button