Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পথ চলতে চলতে হাফসেঞ্চুরি! আরও পথ চলা বাকি গোত্র’র!

Updated :  Saturday, October 12, 2019 7:33 PM

চলতি বছরের ২৩ শে আগস্ট মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত অনসূয়া মজুমদার, নাইজেল আকারা, মানালি দে, ওম সাহানী ও দেবলীনা কুমার অভিনিত ছবি ‘গোত্র’ ছবি ৫০ দিন একটানা প্রেক্ষাগৃহে চলায় শিবপ্রসাদ-নন্দিতা। গতকাল নিউটাউনের এক প্রেক্ষাগৃহে কেক কাটলেন “গোত্রের” পরিচালকদ্বয় ও এই ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা, খাওয়ালেন দর্শকদেরও।

গোত্রের প্রসঙ্গে অনুসূয়া বলেন, এই ছবির পুরো কৃতিত্বই শিবপ্রসাদ-নন্দিতার। এই ছবির কেন্দ্রীয় চরিত্র মুক্তিদেবীর ভূমিকায় অভিনয় করেছেন তারা। অনুসূয়া বলেন “অভিনেত্রী হিসেবে অনেক ছবিতে কাজ করেছি। কিন্তু শিবু-নন্দিতার মতো বাণিজ্যিকভাবে এত সফল ছবি আর কখনও পাননি তিনি। বাজারি চাহিদার সঙ্গে কোনও আপোষ না করেও কিভাবে সফলভাবে ছবি তৈরি করা যায়, সেটাই তাদের থেকে শিখেছেন।

তাদের সঙ্গে আবারও কাজ করার জন্য প্রস্তুত আছি। এই ছবির প্রসঙ্গে নন্দিতা দেবীও বলেন, আমরা এমন ছবিই করি যেটা পরিবারের সবাই মিলে বসে দেখতে পারে। তার জন্য গল্প খুব গুরুত্বপূর্ণ আমাদের ছবিতে। বহু মানুষ একাধিকবার দেখেছেন ‘গোত্র’, এবং সেটা গল্পের টানেই।” মানালি দেবী এই ছবির ঝুমার চরিত্রে অভিনয় করেছেন। তিনি আরও জানান, এই ছবির ওয়ার্কসপে তাদের কাজকর্ম সম্পর্কে।, রুটি বেলা, রান্নাঘর গোছানো, কিভাবে হাঁটাচলা করতে হয়। সবকিছু শিবুদা ও নন্দিতা দিদি ১৫-২০ দিন ধরে তাদের ওয়ার্কসপে শিখিয়েছিল।