ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই দোকানে গেলে পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের থেকে সস্তায় আটা, জানুন কিভাবে পাবেন এই আটা – Bharat Aata

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারত আটা নামের একটি নতুন ব্র্যান্ড চালু করা হয়েছে

Advertisement

দীপাবলি বা দিওয়ালি উৎসবটি দেশে বেশ আড়ম্বর সহকারে পালিত হয়। ভারতের প্রতিটি মানুষ দীপাবলি উপলক্ষে একেবারে উৎসবের আনন্দে থাকেন। কিন্তু বর্তমানে ভারতে একটা নতুন সমস্যা শুরু হয়েছে এবং সেটা হল মুদ্রাস্ফীতি। এই বিষয়টি মাথায় রেখে এবারে কেন্দ্রীয় সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে এবং বলেছে এবারে সস্তায় আটা বিক্রি করবে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি একটি নতুন আটার ব্র্যান্ড ভারতের বাজারে চালু হতে চলেছে শুধুমাত্র গরিব মানুষদের জন্য। দীপাবলীর আগে মুদ্রাস্ফীতি থেকে ভারতের সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার ভারত আটা নামক একটি ব্র্যান্ড চালু করেছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে সারাদেশে গমের আটা বিক্রি হবে প্রতি কেজি ২৭.৫০ টাকা দরে। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এই আটা বিক্রি শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে।

সমবায় সমিতি, NAFED , NCCF ও কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে আপনি এই আটা কিনতে পারবেন। সারাদেশে ৮০০টি মোবাইল ভ্যান এবং ২,০০০ টির বেশি দোকানের মাধ্যমে এই ভারত আটা বিক্রি করা হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে ভারতের বাজারে আটার দাম মোটামুটি ৩৬ থেকে ৭০ টাকা কেজি এর মধ্যে থাকে। খারাপ গুনমানের আটা মোটামুটি ৩৬ থেকে ৪০ টাকা পর্যন্ত দামের মধ্যে পাওয়া যায়। অন্যান্য ব্র্যান্ডের প্যাকেটজাত আটা আপনি ৭০ টাকা কেজিতে পেতে পারেন। এর আগে ফেব্রুয়ারি মাসে সরকার মূল্য স্থিতিশীলতা তহবিল প্রকল্পের অধীনে সমবায় সমিতির মাধ্যমে কিছু দোকানে ২৯ টাকায় ১৮ হাজার টন ভারত আটা পরীক্ষামূলকভাবে বিক্রি করেছিল। অনেকেই কিন্তু সেই আটা কিনেছিলেন এবং সেই কারণে আবারো নতুন করে এই ভারত আটা বিক্রি করতে শুরু করেছে সরকার।

কেন্দ্রীয় খাদ্য এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী পিযুষ গোয়েল বলেছেন, প্রথমে আমরা পরীক্ষামূলকভাবে এই আটা বিক্রি করেছিলাম এবং সেই সময় দেখেছিলাম যে আমরা সফল। তখন থেকেই আনুষ্ঠানিকভাবে প্রতি কেজি ২৭.৫০ টাকা দরে দেশের সর্বোচ্চ আটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ১০০ টি মোবাইল ব্যাংককে ডিউটি রুট থেকে সবুজ পতাকা দেখানো হয়েছে। ইতিমধ্যেই এই ভারত আটা সাধারণ মানুষ বেশ পছন্দ করতে শুরু করেছেন।

Related Articles

Back to top button