মায়ানমারে অপহৃত ভারতীয় নাগরিকদের মুক্তি নিশ্চিত করল সরকার

Advertisement

Advertisement

মায়ানমারে অপহৃত ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরত আনার ব্যবস্থা করল কেন্দ্র সরকার। ৩ নভেম্বর, ২০১৯, ৫ ভারতীয় নাগরিক মায়ানমারের এক পার্লামেন্ট সদস্য, দু’জন স্থানীয় পরিবহন কর্মী ও দু’জন স্পিটবোট অপারেটরের সাথে মায়ানমারের রাখিনে প্রদেশ থেকে অপহৃত হন। এই অপহরণের কাজে জড়িত আরাকান সেনার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ ভারতীয় নাগরিক সহ সবাইকে গতকাল, ৪ নভেম্বর, ২০১৯ মুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement

ভারত সরকার ঠিক সময়ে হস্তক্ষেপ করে নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে। বন্দি অবস্থায় অন্য এক ভারতীয় নাগরিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত ব্যক্তির দেহটি ইয়াঙ্গুন থেকে বিমানে ভারতে পাঠানো হবে বলে জানিয়েছে মায়ানমার প্রশাসন। অপহৃত নাগরিকরা সকলেই কালাদান রোড প্রকল্পে কাজ করছিলেন বলে জানা গেছে।

Advertisement