Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অভিনব ব্যবস্থা! অনলাইন ক্লাসের জন্য সব শিক্ষার্থীকে ১০ GB ডেটা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার

Updated :  Thursday, October 8, 2020 4:29 PM

ভারতঃ সারা দেশ জুড়ে করোনার বাড়বাড়ন্তের কারণে বহু দিন ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজ। এই পরিস্থিতিতে প্রায় ছয় মাস ধরে চলছে ইনলাইন ক্লাস। কিন্তু অনেকের কাছে নেই দামি মোবাইল, কম্পিউটার বা নেট ব্যবস্থা। তার ফলে অনেকে অনলাইন ক্লাস করতে পারছে না৷ এই অসুবিধা যাতে আর পোহাতে না হয় তার জন্য কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের ১০ জিবি ইন্টারনেট পরিষেবা দিতে চলেছে বিনামূল্যে৷

সম্প্রতি একটা ম্যসেজ ভাইরাল হয়েছে, “করোনার ভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ হয়ে গিয়েছে এবং এর কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে৷ তাই সরকার সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট (প্রতিদিন ১০ জিবি) দিচ্ছে”।  অন্য দিকে এই মেসেজের সত্যতা যাচাই করে সরকারি সংস্থা পিআইবির (PIB Fact Check team) ফ্যাক্ট চেক টিম৷ তখন এই মেসেজটি নকল বলেই প্রমাণিত হয়। তাদের মতে এই তথ্য ভুল, সরকার এ জাতীয় কোনও সিদ্ধান্ত নেয়নি।

প্রসঙ্গত, আনলক-৫ এ নয়া গাইডলাইন অনুযায়ী ১৫ অক্টোবরের পর থেকে ধাপে ধাপে স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে বলে জানানো হয়েছিল৷ করোনার মধ্যে কীভাবে স্কুল চলবে সেই সংক্রান্ত এসওপি জারি করে দিল শিক্ষামন্ত্রক। এক্ষেত্রে চূড়ান্ত করতে হবে স্যানিটাইজেশন। স্কুল কলেজের ক্লাসরুম, আসবাবপত্র, থেকে শুরু করে স্কুল ক্যাম্পাসের প্রতিটি কোনা, ক্যান্টিন থেকে শুরু করে জলের ট্যাঙ্ক অতি অবশ্য পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে৷

এর জন্য প্রতিটি স্কুল একটি টাস্কফোর্সকে কাজে লাগাতে হবে। সঙ্গে পড়ুয়ারা স্কুল বা কলেজে এসে সশরীরে ক্লাস করবেন কিনা সে ব্যাপারে অভিভাবকের অনুমতি আবশ্যক। পড়াশোনার জন্য দেওয়া এই মেসেজে একটি লিঙ্কও দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে, আপনি এই লিঙ্কটি থেকে আপনার ফ্রি ইন্টারনেট প্যাক (প্রতিদিন ১০ জিবি) পাবেন৷ যদিও তার জন্য দিতে হবে একটা আবেদন পত্র।