ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: সরকার সুদের হার বাড়াচ্ছে এই স্কিমে, মাসে ৬০০০ টাকা জমিয়ে পাবেন ৪ লক্ষ টাকা

Advertisement

পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে (Post Office Scheme) বিনিয়োগ করে থাকেন বহু মানুষ। স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী নানান স্কিম রয়েছে পোস্ট অফিসে যেগুলিতে বিনিয়োগ করে পাওয়া যায় বড় অঙ্কের রিটার্ন। ঝুঁকি হীন হওয়ায় পোস্ট অফিসে অনেকেই বিনিয়োগ করে থাকেন। এমনই একটি স্কিম হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম (Recurring Deposit Scheme)। যারা কর্মরত বা নিজস্ব ব্যবসা রয়েছে তাদের জন্য এই রেকারিং ডিপোজিট স্কিমটি খুবই লাভজনক।

রেকারিং ডিপোজিট স্কিমে যেকোনো ব্যক্তিই অর্থ বিনিয়োগ করতে পারেন। প্রতি মাসে মাসে এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে হয়। রেকারিং ডিপোজিটে আগের থেকে বেশি সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সরকার। এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে মেলে ঋণের সুবিধাও। এই স্কিমে বিনিয়োগ করা অর্থের ৫০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমটিতে রয়েছে আরো একাধিক সুবিধা। এই স্কিমে বিনিয়োগ করলে ম্যাচুরিটির আগেই চাইলে বন্ধ করা যাবে অ্যাকাউন্ট। অর্থাৎ কেউ যদি ভবিষ্যতে আর এই স্কিমে টাকা জমা না করতে চায় তাহলে তিনি চাইলে অ্যাকাউন্ট বন্ধও করে দিতে পারবেন। উল্লেখ্য এই স্কিমের মেয়াদ পূর্তির সময়কাল ৫ বছর। কিন্তু সময়ের আগেই অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ৩ বছরের বিনিয়োগের পর বন্ধ করতে পারবেন অ্যাকাউন্ট।

মাত্র ১০০ টাকা বিনিয়োগ করেই এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। রেকারিং ডিপোজিট স্কিমে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়ে থাকে। বিনিয়োগকারী যতগুলি অ্যাকাউন্ট খুলতে চান তিনি খুলতে পারবেন। কেউ যদি দিনে ৩০০ টাকা সঞ্চয় করে মাসে মাসে ৬০০০ টাকা করে এই স্কিমে বিনিয়োগ করেন তবে ৫ বছরে জমা হবে ৩ লক্ষ ৬০ হাজার টাকা। ৬.৭০ শতাংশ হারে ৬৮,১৯৭ টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ মেয়াদপূর্তিতে মোট পাওয়া যাবে ৪,২৮,১৯৭ টাকা।

Related Articles

Back to top button