Pension Scheme: প্রতিমাসে ২০ হাজার টাকা করে দিচ্ছে ভারত সরকার, জেনে নিন সরকারের এই স্কিমের ব্যাপারে বিস্তারিত

ভারত সরকার ভারতের সাধারণ মানুষের জন্য প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে। ভারতের মানুষজন যাতে ভালোভাবে নিজেদের পরবর্তী জীবন কাটাতে পারেন তার জন্য নতুন বেশ কিছু পরিকল্পনা নিয়ে এসেছে ভারত সরকার। এই সমস্ত নতুন প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা মাসিক কুড়ি হাজার টাকা করে পেনশন পেতে পারেন। বর্তমানে অনেকে এমন আছেন যারা সরকারি অথবা বেসরকারি অফিসে কাজ করেন এবং তারা দুশ্চিন্তায় ভোগেন তাদের ভবিষ্যৎ কেমন হবে। ভারত সরকার তাদের জন্য নতুন এক পেনশন যোজনা শুরু করেছে যার মাধ্যমে বৃদ্ধ বয়সে আবেদনকারীরা প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন। ভারত সরকারের এই পেনশন প্রকল্পের পুরো কাজটা হবে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে। উপভোক্তারা পাঁচ বছরের জন্য এখানে টাকা জমা করতে পারবেন এবং পাঁচ বছর পূর্ণ হয়ে যাবার পরে পরবর্তী পাঁচ বছরের জন্য পুনরায় টাকা জমা করার সুবিধা রয়েছে। এছাড়াও ডাক বিভাগের এই প্রকল্পের উপরে মোটা টাকার সুদ পাওয়া যেতে পারে। পরবর্তীকালে মোট জমানো টাকার ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ মাসিক পেনশন পাওয়া যাবে।

নিম্নে ডাক বিভাগের এই পেনশন প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম:

ভারত সরকারের তরফ থেকে বয়স্ক এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য নিয়ে আসা হয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ষাট বছরের উর্ধের ব্যক্তিরা প্রতি মাসে ২০ হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন। তবে এর জন্য ভোক্তাদের কিছু টাকা বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের উপর ভিত্তি করে পরবর্তীকালে সুদ সমেত মাসিক পেনশন পাওয়া যাবে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এর মাধ্যমে ৬০ বছরের উর্ধ্বে আপনারা পেয়ে যাবেন মাসিক পেনশন।

এই প্রকল্পের মাধ্যমে মোট জমানোর টাকার উপরে ৮.২ শতাংশ করে পেনশন পাওয়া যাবে। আয়কর আইনের ধারা ৮০সি অনুসারে প্রকল্পের সুবিধাভোগীদের অর্থের উপরে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এর মাধ্যমে সুবিধাভোগীরা সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সঞ্চয় করবেন এবং সর্বোচ্চ পাঁচ বছরের জন্য আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন তারা। এই প্রক্রিয়ায় পাঁচ বছর পূর্ণ হয়ে গেলে পুনরায় দ্বিতীয় বারের জন্য আবেদন করা যেতে পারে।

আবেদন যোগ্যতা:

আবেদনকারী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার কাছে পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে। আবেদনকারী বয়স হতে হবে ৬০ বছরের ঊর্ধ্বে। সরকারি কর্মচারী অথবা বেসরকারি ক্ষেত্রে কর্মরত প্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি যারা সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন তারাও কিন্তু এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন পদ্ধতি

অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে, আবেদন জন্য চাকরি প্রার্থীদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অপশনটি বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর আবেদন পত্রটি খুলবে। আবেদন পত্রে উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র গুলি যুক্ত করে জমা করতে হবে। এছাড়াও আবেদনকারী যদি অফলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চান তাহলে নিকটবর্তী ডাক বিভাগে যোগাযোগ করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। ডাক বিভাগের মাধ্যমে কর্মীরাই অফলাইনের মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়া গ্রহণ করবেন।

এছাড়াও সিনিয়র সিটিজেন প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করতে পারেন। নয়তো আপনার নিকটবর্তী ডাক বিভাগের শাখায় যোগাযোগ করুন।