ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Rules Change: ১ জানুয়ারি থেকে পরিবর্তন হবে গ্যাসের নিয়মে, সরাসরি প্রভাব পড়বে পকেটে

আগামী বছর থেকে বেশ কিছু নিয়মে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে ভারতে

Advertisement

দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০২৪। আর বাকি আছে মাত্র কয়েকদিন, শুরু হতে চলেছে ২০২৫। নতুন বছর ঘিরে অনেক আশা প্রত্যাশা রয়েছে সবার মধ্যে। তার পাশাপাশি একইভাবে রয়েছে খরচ বাড়ার চাপ। প্রতি মাসের শুরুতে একাধিক নিয়ম পরিবর্তন হয় ভারতে। ২০২৫ সালের জানুয়ারি মাসে বেশ কিছু জিনিসের পরিবর্তন আসতে চলেছে এবং এর প্রভাব সরাসরি পড়বে আপনার পকেটে। চলুন তাহলে এই পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এলপিজির দাম-

প্রতিমাসের শুরুতে অয়েল মার্কেটিং প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক বাজারে অপরিচিত পেট্রোলিয়াম পণ্যের দাম পর্যালোচনা করে এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করে থাকে। বিগত পাঁচ মাসে একাধিক বার উনিশ কেজি এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এখনো পর্যন্ত ১৪.২ কেজি গ্যাসের দাম বৃদ্ধি পায়নি। তবে মনে করা হচ্ছে আগামী বছর কিন্তু এই গ্যাসের দাম বৃদ্ধি পেতে পারে।

টেলিকম কোম্পানির নতুন নিয়ম-

১ জানুয়ারি ২০২৫ থেকে টেলিকম সংস্থাগুলির উপরে একটি নতুন নিয়ম চালু করা হবে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। নতুন সংস্থা গুলিকে অপটিক্যাল ফাইবার এবং নতুন মোবাইল টাওয়ার স্থাপনের দিকে নজর দিতে হবে বলে জানানো হয়েছে। এর ফলে তাদের পরিষেবা উন্নত হবে এবং টাওয়ার স্থাপন প্রক্রিয়াতে ঝামেলা কম হবে।

অ্যামাজন প্রাইমের পরিবর্তন-

অ্যামাজন ইন্ডিয়া ১ জানুয়ারি ২০২৫ থেকে amazon prime এর মেম্বারশীপের নিয়ম পরিবর্তন করতে চলেছে। এবার থেকে প্রাইম ভিডিওর একটি অ্যাকাউন্ট মাত্র দুটি টিভিতে একসাথে স্ট্রিম করা যেতে পারে। তবে এর থেকে বেশি ডিভাইসে বা টিভিতে স্ট্রিমিং এর কোন সুবিধা থাকবে না। এর জন্য আপনাকে অতিরিক্ত সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে।

জিএসটি পোর্টালে পরিবর্তন-

জানুয়ারি মাসের প্রথম দিকেই জিএসটি পোর্টালে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। ই-ওয়ে বিলের সময়সীমা এবং বৈধতার সাথে সম্পর্কিত একাধিক নিয়মে বদল হচ্ছে।

Related Articles

Back to top button