ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: মাত্র ৫০০০ টাকাতেই শুরু করা যাবে এই লাভজনক ব্যবসা, অর্থ সাহায্য করবে সরকার

Advertisement

Advertisement

বর্তমানে অনেকেই চাকরি ছেড়ে ব্যবসার (Business) দিকে ঝুঁকছেন কিংবা চাকরির পাশাপাশি চেষ্টা করছেন একটি ছোটখাটো ব্যবসা শুরু করার জন্য। তবে ব্যবসা শুরু করার পরিকল্পনা করলেই তো শুরু করা যায় না। অনেকেই এমন ব্যবসা খোঁজেন যেখানে কম মূলধন দিয়ে শুরু করে ভালো পরিমাণে লাভ পাওয়া যায়। এবার কেন্দ্রীয় সরকারের তরফেই এল এমন এক সুযোগ যাতে কম বাজেটেই হবে ভালো লাভ। সামান্য বিনিয়োগেই এই ব্যবসা শুরু করা যায়।

প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খুলতে চাইলে খুব সহজেই করা যাবে আবেদন। পাশাপাশি এখানে লাভও হবে প্রচুর পরিমাণে। দেশবাসীকে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করার উদ্দেশেই শুরু হয়েছিল প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র। বর্তমানে দেশে ১০ হাজারেরও বেশি স্টোর রয়েছে এই কেন্দ্রের। এই স্টোর গুলিতে রাখা হয়েছে ১৮০০ ধরণের ওষুধ এবং ২৮৫ টি মেডিকেল ডিভাইস। ব্র্যান্ডেড ওষুধের তুলনায় এই কেন্দ্রগুলিতে ৫০-৯০ শতাংশ কমে পাওয়া যায় ওষুধ।

কেন্দ্রীয় সরকারের তরফে এই স্টোর গুলির সংখ্যা আরও বাড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে। এই জন ঔষধি কেন্দ্রের স্টোর খুলতে আবেদনকারীর বি ফার্মা বা ডি ফার্মার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। কেন্দ্র খোলার জন্য প্রায় ১২০ বর্গফুট জায়গা থাকতে হবে। আবেদন করার জন্য ৫০০০ টাকা ফি দিতে হবে আবেদনকারীকে। ঔষধি কেন্দ্র খোলার পরে ৫ লক্ষ বা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত মাসে ওষুধ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ প্রণোদনা দেওয়ার জন্য নিয়ম রয়েছে কেন্দ্রে। বিশেষ বিভাগে অবকাঠামোগত খরচের জন্য সরকারের তরফে এক একক পরিমাণ ২ লক্ষ টাকা দেওয়া হয় অতিরিক্ত প্রণোদনা হিসেবে।

এই স্টোরের জন্য আবেদন করতে প্রথমে janaushadhi.gov.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর কেন্দ্র বিকল্পের জন্য আবেদন করতে হবে। এরপর সাইন ইন ফর্মে রেজিস্টার নাও তে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে। এরপর রাজ্য নির্বাচন করে নিশ্চিত পাসওয়ার্ড লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

Recent Posts