Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চাপের মুখে পিছু হটল কেন্দ্র, স্বল্প সঞ্চয়ে কমছে না সুদের হার

Updated :  Thursday, April 1, 2021 10:28 AM

চাপের মুখে পিছু হটল কেন্দ্রীয় সরকার। বুধবার রাত্রে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল এবার থেকে সমস্ত স্বল্প সঞ্চয় এর ক্ষেত্রে সুদের হার কমে যেতে চলেছে। এই খবরটি সামনে আসার পর থেকেই মোদি সরকারের ঘোষণার বিরুদ্ধে একের পর এক সমালোচনা মূলক মন্তব্য আসতে শুরু হয় সারা দেশজুড়ে। চাপের মুখে পড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তড়িঘড়ি এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন।

বৃহস্পতিবার সকাল নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন, “ভুল করে ওই টুইট করে দেওয়া হয়েছিল। স্বল্প সঞ্চয় সুদের হার অপরিবর্তিত থাকছে। অর্থাৎ বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প এতদিন পর্যন্ত যত পরিমাণ সুদ দেওয়া হতো ততটাই থাকছে আগামী সময় ও।”

বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল, এবার থেকে সেভিংস ডিপোজিটের সুদের হার ৪ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ হয়ে যাবে। অন্যদিকে পিপিএফ তথা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের সুদের হার কমে হবে ৬.৪ শতাংশ। আরো বলা হয়েছিল এক বছরের মেয়াদে ডিপোজিটের সুদের হার ৫.৫ শতাংশ থেকে কমে গিয়ে ৪.৪ শতাংশ হয়ে যাবে। ৫ বছরের মেয়াদে রেকারিং ডিপোজিট এর উপর সুদের হার ৫.৮ শতাংশ থেকে কমে গিয়ে ৫.৩ শতাংশ হয়ে যাবে। প্রবীণ নাগরিকদের সঞ্চয় স্কিম এর সুদের হার আগের থেকে অনেকটা কমে যাবে। আগে যেখানে ৭.৪ শতাংশ ছিল তার থেকে কমে গিয়ে ৬.৫ শতাংশ কমে যাবে এই সুদের হার।

এছাড়াও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর সুদের হার কমানোর কথা বলা হয়েছে। যদিও এই বিজ্ঞপ্তি সামনে আসার পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একেরপর এক মন্তব্য আসা শুরু হয়। বর্তমানে পাঁচটি রাজ্যে নির্বাচন চলছে। এই কারণেই এই বিজ্ঞপ্তি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এরকমটাই মত বিশেষজ্ঞ মহলের।