নিউজপলিটিক্সরাজ্য

পুরভোটে ‘অন্য বাহিনী’ কে কাজে লাগানোর প্রস্তাব রাজ্যপালের

Advertisement

পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন আগেই। এবার কিভাবে সেই নির্ঝঞ্ঝাট ভোট সম্পন্ন করা যেতে পারে তারও নিদান দিলেন তিনি। প্রয়োজনে ‘অন‍্য বাহিনী’কে কাজে লাগানোর প্রস্তাব দিলেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। রাজ্য পুলিশের উপর ভরসা না রেখে ‘অন্য বাহিনী’র সহায়তায় ভোট করা হলে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যেতে পারে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার, পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়ে রাজ্যের অভিভাবক হিসেবে নিজের মতামত প্রস্তাব আকারে রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠান রাজ্যপাল। রাজ্যের পুলিশ বাহিনীর দক্ষতাকে কার্যত অনাস্থা প্রকাশ করেন তিনি। বিগত পঞ্চায়েত ও পুরভোটগুলিতে ঘটে যাওয়া রাজনৈতিক হানাহানির প্রসঙ্গে টেনে তিনি হিংসা আটকাতে ‘অন্য বাহিনী’কে কাজে লাগানোর প্রস্তাব দেন।

আরও  পড়ুন : সামনেই পুরভোট, ক্ষমতায় আসতে নতুন মুখ খুজছে বিজেপি

এই ‘অন্য বাহিনী’ বলতে তিনি আসলে কেন্দ্রীয় বাহিনীর কথা বলতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, রাজ্য পুলিশ প্রশাসনের উপর আস্থা নেই রাজ্যপালের। অনাস্থার সেই ছবি সরাসরি ধরা পড়েছে তাঁর মন্তব্যে। তাই ‘অন্য বাহিনী’র কথা তুলে ধরে তিনি পরোক্ষে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে পুরভোট সম্পন্ন করার পরামর্শ দেন। এছাড়াও, পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে একগুচ্ছ পরামর্শ দেন তিনি।

Related Articles

Back to top button