ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার জন্য ৬০০ কোটি টাকা কামিয়েছে সরকার, জেনে নিন কিভাবে

ভারত সরকারের ভাড়ারে প্রচুর টাকা প্রবেশ করেছে এই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা নিয়ে

Advertisement

Advertisement

সরকার ইতিমধ্যেই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করাটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। সরকারের কাছ থেকে বেশ কিছু নোটিশ দেওয়ার পরেও অনেকেই কিন্তু তাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করেননি। এমন পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে বিলম্বের জন্য সরকার ৬০০ কোটি টাকারও বেশি ইতিমধ্যেই রোজগার করে ফেলেছে। আপনি জেনে অবাক হয়ে যাবেন, এখনো পর্যন্ত কিন্তু ১১.৪৮ কোটি মানুষ প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করেননি। অর্থাৎ এখনো আরো টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের। লোকসভায় এই তথ্য জানিয়েছেন ভারত সরকারের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

বায়োমেট্রিক আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন ২০২৩। যদি কোন ব্যক্তি ৩০ জুন ২০২৩ এর মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করতে ব্যর্থ হন তাহলে তিনি পরে লিঙ্ক করতে পারেন জরিমানা দিয়ে। ৩০ শে জুন ২০২৩ এরপরে যারা তাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করেছেন তাদেরকে ১০০০ টাকা করে জরিমানা নেওয়া হয়েছে। পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ১ জুলাই ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত যারা সময় মতো প্যান কার্ড লিঙ্ক করেছেন তাদের কাছ থেকেই মোট ৬০১ কোটি টাকা জরিমানা নেওয়া হয়েছে।

এটা উল্লেখযোগ্য যে আয়কর বিভাগ জানিয়েছিল করদাতাদের কিন্তু প্যান নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে ১ জুলাই ২০২৩ থেকে। এর আগে এই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা একেবারে বিনামূল্যে ছিল। পরেও কিন্তু সরকারের তরফ থেকে একাধিকবার তারিখ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তবুও যেহেতু অনেকে করেননি সেই কারণেই সরকার এর উপরে একটা টাকার অংক চাপিয়েছিল

Recent Posts