আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা নিয়ে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের
আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার পথে নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র। ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের জন্য এবার নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হতে পারে। এবিষয়ে আইন সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংসদের পরের অধিবেশনেই এই বিলটি উপস্থাপন করা হতে পারে। এই নিয়ে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সাথে আলোচনায় বসতে পারে বলে শোনা যাচ্ছে।
সরকারের উচ্চপদস্থ কর্তারা বলছেন, এটি করলে ভুয়ো ভোটারের সংখ্যা পুরোপুরিই ছেঁটে ফেলা যাবে পাশাপাশি যারা বাড়ির বাইরে থাকে তারা সেখান থেকেই ভোট দিতে পারবে। ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য তাদের আর বাড়িতে আসার কোনোই দরকার পড়বে না। জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীসভার মত রয়েছে এই সংযুক্তিকরণের ব্যাপারে।
আরও পড়ুন : ব্যাঙ্ক স্টেটমেন্ট বা প্যান কার্ড কোনোটিই নাগরিকত্বের প্রমাণ নয়, জানাল হাইকোর্ট
প্রসঙ্গত, ২০১৫ সালেই কেন্দ্রীয় সরকারের আদেশে আধারের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করানোর কাজ শুরু হয়েছিল, কিন্তু একটি মামলায় সুপ্রীম কোর্ট যায় দেয় যে, আধার সব জায়গায় লিঙ্ক করানো যাবেনা। তখন বন্ধ হয়ে যায় এই কাজ। এখন আবার আইন সংশোধনের মাধ্যমে এই সংযুক্তিকরণের কাজ শুরু করতে চায় কেন্দ্র।