তিন তালাক যাকে নিয়ে বহু বিতর্ক হয় এসেছে আমাদের দেশে। এবার সেই তিন তালাক এর শিকার হওয়া মহিলারা মাসে ৬০০০ টাকা পাবে এমনই ঘোষণা করলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ , যতদিন না তারা সঠিক বিচার পাচ্ছে। ৩১ জুলাই তিন তালাক বিল কেন্দ্রে পাশ হয়। এই তিন তালাক আইন ফৌজদারী মামলা।
অভিযুক্ত কমপক্ষে ৩ বছর জেল হতে পারে। বহু মানুষ এর প্রশংসা করেছেন তবে বিরোধীদের বক্তব্য , শুধু নির্দিষ্ট ধর্মের উপর এটা বলবৎ কেনো ? অতীতে তিন তালাক বিল নিয়ে মামলা করা হয় যা ২০১৭ সালে পাঁচ সাংবিধানিক বেঞ্চ খারিজ করে দেই কিন্তু ২০১৯ সালে বি জে পি সরকারের এই বিল পাস করতে অসুবিধা হয়নি