BIG NEWS: পুজোর আগে শিক্ষকদের জন্য বড় সুখবর! তাড়াতাড়ি জানুন

পুজোর আগে শিক্ষকদের জন্য সুখবর, উচ্চপ্রাথমিকে মেধা তালিকা প্রকাশের অনুমতি হাইকোর্টের। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন ২০১৫ সালে। কিন্তু ২০১৫ সাল থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা মামলার জটে তার মেধাতালিকা প্রকাশ করা যায়নি। মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনকে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেন।

সূত্রের খবর, আগামী ৭ দিনের মধ্যে মেধাতালিকা প্রকাশের করতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। গত কয়েক বছর ধরে মেধাতালিকা নিয়ে টালবাহানা করছে কমিশন। মেধা তালিকায় পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন কয়েকজন পরীক্ষার্থী। মামলাও করেছে তারা এই বিষয়ে।

সূত্রের খবর, ১৪ হাজার ৩৩৯ শূন্যপদের মেধাতালিকা প্রকাশ করা হবে বলে খবর ৷ মেধা তালিকায় থাকতে হবে টেটের প্রাপ্ত নম্বর। শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরও থাকতে হবে মেধাতালিকায়। প্রশিক্ষণে প্রাপ্ত নম্বরও রাখতে হবে মেধাতালিকায়। মেধাতালিকায় রাখতে হবে ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর।