গুজরাটির সঙ্গে বাঙালির তুলনা নয়, বাংলাতে জন্ম রবীন্দ্রনাথের : সুব্রত মুখোপাধ্যায়

শ্রেয়া চ্যাটার্জি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটি ভাষায় মেইন্স পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারণের সময় কেন্দ্র বাংলা এবং অন্যান্য আঞ্চলিক ভাষা গুলি কে উপেক্ষা করে।

এ প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেন, আমি কোন ভাষাকে ছোট করে দেখতে চাই না তবে গুজরাতি এবং বাঙ্গালী ভাষার মধ্যে একটি গুণগত পার্থক্য রয়েছে। আমি আশাকরি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি সম্পর্কে অবগত আছেন। বাংলায় জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মত এক মহান কবি।

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় কে টুইট করে অনুরোধ পাঠাতে বলেন যাতে এই মেইন্স এর প্রশ্নপত্র বাংলা সেট করা হয়। এই কথা শুনেই সুব্রত মুখোপাধ্যায় বলেন ‘একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে মেইন্স এর কাগজপত্র বাংলাতে সেট করার জন্য কেন আবেদন করা হয়নি। এজন্য কেন্দ্রএর ক্ষমা চাওয়া উচিত। কারণ এমন একটি মৌলিক অধিকারের জন্য আমরা কেন ভিক্ষা করবো?’

তবে তৃণমূল সরকারের মতে ‘বিজেপি সরকার বাংলাকে হীন বা ছোট করতে পারে না, বাংলাতে জন্মেছে, সেরা বিজ্ঞানী সাহিত্যিক ও সমাজ সংস্কারক।’