জিম লুকে প্রকাশ্যে এলেন মালাইকা, দেখুন ভাইরাল ছবি

অভিনেতা অর্জুন কাপুরের বিশেষ বান্ধবী হিসেবে খবরের শিরোনামে উঠে এসেছেন মালাইকা অরোরা। নিজের ফ্যাশন সেন্স ও স্টাইল কনসেপ্টে এই আধুনিকা প্রতিবারই নতুন লুকে চমকে দেন সকলকে। তার পোশাক নিয়েও কম…

Avatar

অভিনেতা অর্জুন কাপুরের বিশেষ বান্ধবী হিসেবে খবরের শিরোনামে উঠে এসেছেন মালাইকা অরোরা। নিজের ফ্যাশন সেন্স ও স্টাইল কনসেপ্টে এই আধুনিকা প্রতিবারই নতুন লুকে চমকে দেন সকলকে। তার পোশাক নিয়েও কম ট্রোল হয় না তবুও সেসবের তোয়াক্কা না করে ইচ্ছেমতো আউটফিটে নিজেকে সাজিয়ে তোলেন বলিপাড়ার ‘ছ্যাইয়া ছ্যাইয়া’ গার্ল।

বয়স পঞ্চাশের কোটা পেরোলেও, মালাইকা রয়েছেন চিরনতুনের মতো। এর রহস্য তার নিয়মিত জিম ও যোগাসনের অভ্যাস। খাবারের ব্যাপারেও কড়াভাবে নিজেকে মেনটেন করেন তিনি সেকারনেই এখনও মডেল ইন্ড্রাস্টির কেন্দ্রবিন্দু মাল্লা। সদ্য ‘ফিল্মিজ্ঞান’ থেকে তার একটি স্বল্প আউটফিটের জিম লুক প্রকাশ্যে এসেছে। অনেকে এই পোশাকে যেমন তার প্রশংসা করেছেন তেমনই, অনেকে এইসমস্ত ছোট পোশাকের কারনে মালাইকাকে ট্রোল করতেও ছাড়েন নি, যদিও ওনার এতে কিছুই এসে যায় না এমনটাই বরাবর জানিয়ে এসেছেন বিভিন্ন সাক্ষাৎকারে।

আরও পড়ুন : প্রেমের জোয়ারে ভেসে ভ্যালেনটাইন্স ডের স্পেশাল ছবি পোস্ট করলেন ঝুমা বৌদি

বর্তমানে মডেল ইন্ডাস্ট্রির একজন শক্তপোক্ত ব্যক্তিত্ব মালাইকা বহু টিভি রিয়ালিটি শো এর বিচারকের পদটি অলংকৃত করে থাকেন। এদের মধ্যে অন্যতম এমটিভির ‘সুপারমডেল অফ দ্য ইয়ার’ এটি বর্তমানে মালাইকার নিজস্ব শো। চলুন দেখা নেওয়া যাক মালাইকার সেই জিম আউটফিটের পোস্টটি।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan) on

About Author