দেশ

খুশির হওয়া বইছে দিল্লিতে, সরকারের পক্ষ থেকে নেওয়া হল করোনা মোকাবিলায় এক নতুন পদক্ষেপ

Advertisement

ভারতে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২৩। এবার এই রাজধানী শহর থেকে করোনা সংক্রমণ কমানোর জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ‘ফাইভ টি’ পরিকল্পনা গ্রহণ করেছেন। এই ‘ফাইভ টি’ হল – টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট, টিম ওয়ার্ক এবং ট্র্যাকিং

দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার মতো দিল্লিতে ও করোনার হটস্পটগুলিতে ১ লক্ষ ‘rapid tests’ করা হবে। বর্তমানে ৫০০০ জনের ক্ষেত্রে করা হয়ে গেছে বলেও তিনি জানান। কেজরিওয়াল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে দিল্লির বিভিন্ন হাসপাতালে ৩০০০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে করোনা রোগীদের জন্য। শহরের বিভিন্ন হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা ও ব্যবহার করা হতে পারে।

তিনি আরও বলেছেন যদি হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যায় তাহলে ১২০০০ হোটেল রুম ব্যবহার করার ব্যবস্থাও করা হয়েছে। তিনি সবাইকে যৌথভাবে কাজ করার আবেদন করেছেন। এই মুহূর্তে যৌথভাবে কাজ করাটা খুব দরকার বলে তিনি মনে করছেন। তিনি এই পুরো কাজটি ট্র্যাকিং ও মনিটরিং করবেন বলেছেন।

দিল্লি পুলিশ বিভিন্ন ভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে, যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে আসা মানুষদের কোয়ারেন্টাইন রাখা হয়েছে এবং এদের উপর নজরদারিও চলছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রসঙ্গত, দিল্লির নিজামুদ্দিনের ঘটনার পরই আক্রান্তের সংখ্যা বেশি হারে বেড়েছে। দিল্লিতে করোনাতে ৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ জন।

Related Articles

Back to top button