টলিউডবিনোদন

শুভ জন্মদিন : আবীর চ্যাটার্জী

Advertisement

শ্রেয়া চ্যাটার্জী : আবির কথাটি শুনলেই যেন আমাদের মুখটা রাঙা হয়ে ওঠে দোলের কথা ভেবে, কিন্তু না আজ হোলি উৎসব না কিন্তু আজকে একটা শুভ দিন বটে, আবির চট্টোপাধ্যায়, আজ তার জন্মদিন। শুভ জন্মদিন আবির।

হালকা গোফের রেখা আদর্শ এ চোখারোখা যে ছেলেটা দিত মন দুলিয়ে’

হ্যাঁ মনে মনে হয়ত আপনিও এই গানটি গুনগুন করছেন এই হ্যান্ডসাম নায়ক এর জন্য। তার ঝুলিতে রয়েছে অনেকগুলি বিখ্যাত সিনেমা ব্যোমকেশ পর্ব, বাস্তুসাপ, মনচোরা, রাজকাহিনী, জমের রাজা দিল বর, এবার শবর, ব্যোমকেশ ফিরে এলো, জাতিস্মর, বাদশাহী আংটি, হৃদমাঝারে, বাঙালি বাবু ইংলিশ মেম, আসবো আর একদিন, মেঘে ঢাকা তারা কানামাছি, বোঝেনা সে বোঝেনা আবার ব্যোমকেশ, বেডরুম, বাইশে শ্রাবণ।

এই ছবিগুলি প্রত্যেকটাই বাংলা ভাষাতে। তবে হিন্দি ভাষাতেও কাহানি নামে কে সিনেমা খুব দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। তবে বাস্তুসাপ সিনেমাটির জন্য বেস্ট অ্যাক্টর পপুলার আওয়ার্ড পান ২০১৬ সালে।

অভিনয়টা তার রন্ধ্রে রন্ধ্রে, তবে হবে নাই বা কেন তার বাবা-মা হলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী ও রুমকি চট্টোপাধ্যায়। দাম্পত্য সঙ্গিনী হিসেবে পেয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায় কে। সিনেমার পাশাপাশি টেলিভিশনের মেগা সিরিয়ালে ও তিনি কাজ করেছেন। প্রলয় আসছে, সময়, ভুল, হঠাৎ মেঘ, ক্রেডিট কার্ড প্রভৃতি।

এমন একজন প্রতিভাবান অভিনেতার প্রয়োজন চলচ্চিত্র জগতে। তাই তার এই শুভদিনে আমরা প্রত্যেকে তার দীর্ঘায়ু কামনা করি।

Related Articles

Back to top button