ক্রিকেটখেলা

মহারাজা তোমারে সেলাম! শুভ জন্মদিন দাদা

Advertisement

ক্রিকেট খেলা, দাদাকে নিয়ে আলোচনা হবে না তা কি কখনো হয়? বাংলার সোনার ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৭২ সালের আজকের দিনে কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন। মহারাজ এর জন্মদিনে বাঙালি ক্রিকেটপ্রেমীরা আনন্দে আত্মহারা। তাদের প্রাণের দাদা, মহারাজের আজ ৪৯ তম জন্মদিন। উৎসাহ-উদ্দীপনার কোন শেষ নেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট কে দিয়ে গেছেন এক সোনালী অধ্যায়। তিনি ১৯৯২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য করেছেন। গড়েছেন একের পর এক বিশ্ব রেকর্ড। এই জন্যই তো তিনি বাঙালির গর্ব, বাংলার গর্ব। ১৯৯২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম মাঠে নামেন মহারাজা। তারপর কত বিবর্তনের মধ্য দিয়ে করে গেছেন একের পর এক রেকর্ড।

বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল কাউন্সিলের ৩৯ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাফল্যে গর্বিত প্রতিটি বাঙালি। বাংলার প্রতিটি ক্রিকেটপ্রেমীর আত্ম অহংকার সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই মহারাজের ৪৯ তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রস্তুত গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা।

Related Articles

Back to top button