চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের লজ্জাজনক পরাজয় ঘটেছে। তবে সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা রীতিমতো আধিপত্য বিস্তার করেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উপর। ইন্দোরে অনুষ্ঠিত হওয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে মাত্র 76 রানের লক্ষ্য মাত্রা রাখতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান উসমান খাজা শূন্য রানে আউট হওয়ার পর, ট্র্যাভিস হেড (অপরাজিত 49) এবং মার্নাস লাবুসচেন (অপরাজিত 28) অজিদের 9 উইকেটে জয় এনে দেন।
ফলে বর্ডার-গাভাস্কার ট্রফির ফলাফল এখন 2-1 এ গিয়ে দাঁড়িয়েছে। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি পৌঁছানোর জন্য সিরিজের শেষ টেস্ট ম্যাচে ভারতীয় দলকে যেকোনো মূল্যে জয় নিশ্চিত করতে হবে। নচেৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকতে হবে রোহিত শর্মাদের।
তবে এদিন সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় দলের লজ্জাজনক পরাজয়ের পর দলপতি রোহিত শর্মাকে এক হাতে নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। খেলা শেষে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপনার হাতে রান রয়েছে মাত্র 76। এমন পরিস্থিতিতে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটি বোলারকে দিয়ে বল করানোর। যেখানে রানের খাতা না খুলে অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন, সেখানে ম্যাচ জয়ের জন্য এই পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করাই যেত।
তিনি আরও বলেন, আপনি রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে 9-10 ওভার বোলিং করিয়েছেন। রবীন্দ্র জাদেজাকে দিয়ে 5-7 ওভার বোলিং করিয়েছেন। অথচ অক্ষর প্যাটেলকে আপনি অ্যাটাকেই আনলেন না। কে জানত ওই ম্যাচে উমেশ যাদব তিনটি উইকেট পাবে? অক্ষর প্যাটেলকে দিয়ে 2-1 ওভার বোলিং করাতে কোন সমস্যা ছিল না। বলা যায় না, হয়তো ওই ম্যাচেই দুর্দান্ত সাফল্য অর্জন করতেন অক্ষর প্যাটেল। সেক্ষেত্রে কম লক্ষ্যমাত্রা দিয়েও জয়ের জন্য লড়াইয়ে টিকে থাকতো ভারত। যেটা রোহিত শর্মা করেননি।