আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। স্বপ্না চৌধুরী শুধু হরিয়ানায় নয়, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, চণ্ডীগড় এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যেও স্টেজ শো করতে যান। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। লক্ষাধিক মানুষ সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীকে ফলো করে থাকেন। তাই তো কোনো নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসলেই তা চোখের পলকে তুমুল ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়াতে। সম্প্রতি এমনই একটি ভিডিও নিয়ে তুমুল চর্চা চলছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।
স্বপ্নার নাচের স্টাইল অত্যন্ত আকর্ষণীয়। তিনি তার নাচে হরিয়ানভির ঐতিহ্যকে বহন করে চলেছেন। তার দেশি পোশাক ও সাজ সজ্জা দর্শকদের মন মাতিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে তিনি দেশের প্রতিটি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছেন। স্বপ্নার নাচ শুধু মাত্র হরিয়ানভি গানের সাথেই সীমাবদ্ধ নয়। তিনি বলিউড গানেও নাচ করে দর্শকদের মন জয় করেছেন। তার নাচের পাশাপাশি তার কণ্ঠও অসাধারণ। তিনি নিজে গানও গেয়ে থাকেন।
আপনাদের জানিয়ে রাখি, স্বপ্নার জনপ্রিয়তার ফলে তিনি আজ একজন সফল শিল্পী। তিনি বিলাসবহুল জীবনযাপন করেন। তাঁর এই যাত্রা শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে। তার প্রথম হিট গান ছিল “সলিড বডি”, যা তাকে রাতারাতি বিখ্যাত করে তোলে। এরপর একের পর এক হিট গানে কাজ করেছেন তিনি। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে ‘সলিড বডি‘ গানে স্বপ্না চৌধুরীর নাচের ভিডিও। তিনি টাইট সালোয়ার সুট পরে উদ্দাম কায়দায় স্টেজে নাচ করেছেন এই গানের তালে। এই নাচের ভিডিওটি ইউটিউবে ‘হরিয়ানভি ফানমাজা’ নামে একটি চ্যানেল প্রকাশ করেছে। এখন পর্যন্ত এই ভিডিওটি ৪.২৫ লাখেরও বেশি মানুষ দেখেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
Andy Cohen has provided new insight into why he believes Taylor Swift should finally make…
Dua Lipa generated significant attention on Tuesday after sharing new photos from São Paulo featuring…
Chloe Bailey delivered one of the standout style moments of the week after posting images…
Chase Infiniti delivered one of the standout moments of the 2025 ELLE Women in Hollywood…
Rebecca Gayheart has publicly addressed her family’s latest challenge as her estranged husband, actor Eric…
Samuel L. Jackson has officially joined the cast of Tulsa King, marking one of the…