বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ বড়সড় পদে আসতে চলেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। হু-এর এগজিকিউটিভ বোর্ড চেয়ারম্যান পদে শীঘ্রই বসতে চলেছেন তিনি। সূত্র থেকে জানা গিয়েছে আগামী ২২শে মে থেকে এই পদের দায়িত্ব নেবেন তিনি। বর্তমানে ৩৪ জন সদস্যের এই পদে রয়েছেন জাপানের ড. হিরোকি নাকাতানি।
তবে তাকে সরিয়ে ভারতের এই প্রতিনিধি পদে হর্ষ বর্ধনকে মনোনীত করে সই করেছেন ১৯৪টি সদস্য রাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া বাকি রয়েছে শুধু। জানা গিয়েছে এই মে মাস থেকে আগামী তিন বছরের জন্য এই দায়িত্বে থাকবেন তিনি। তাকে অভিষিক্ত করার বিষয়ে গত বছরই স্থির করা হয়েছিল।
সাধারণত আঞ্চলিক দলগুলির মধ্যে রোটেশন পদ্ধতিতে এই পদের জন্য নির্বাচন করা হয়। প্রথম পর্যায়ের এই দায়িত্ব পেয়েছে ভারত। যদিও হর্ষ বর্ধনের দায়িত্ব সম্পূর্ণ সময়ের জন্য নয়। তাকে শুধুমাত্র কার্যনির্বাহী বোর্ডের সভায় সভাপতিত্ব করার জন্য উপস্থিত থাকতে হবে।
উল্লেখযোগ্য, কার্যনির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৩৪ জন। স্বাস্থ্য ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে যারা যোগ্য তাদের সদস্যপদে মনোনীত ও নির্বাচিত করে বিশ্ব স্বাস্থ্য পরিষদ। এই এক্সিকিউটিভ বোর্ডের প্রধান কাজ হল স্বাস্থ্য পরিষদের সিদ্ধান্ত ও নিয়মগুলিকে সঠিকভাবে কার্যকর করা। সাধারণত স্বাস্থ্য পরিষদের কাজকে আরও সহজ করে তোলাই এর মূল লক্ষ্য।