জীবনযাপন

বাড়িতে শঙ্খ আছে? তাহলে অবশ্যই জানুন এই নিয়মগুলি!

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : সনাতন ভারতের অন্যতম মঙ্গলচিহ্ন শঙ্খ বা শাঁখ। তাই হিন্দুধর্মে শঙ্খের গুরুত্ব অপরিসীম। হিন্দু পুরাণ অনুযায়ী, ভগবান বিষ্ণুর হাতে থাকে শঙ্খ। শঙ্খে ফুঁ দিলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা বাড়ি থেকে অশুভ শক্তিকে দূরে রাখে বলে বিশ্বাস করা হয় হিন্দু ধর্মে। তাই হিন্দু ধর্মের সকল আচার অনুষ্ঠানেই শঙ্খ বাজানো একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত। পুরাণ মতে ঠাকুর ঘরে শঙ্খ রাখলে পাওয়া যায় অনেক উপকার। জেনে নিন বিস্তারিত-

শঙ্খ প্রত্যেকের বাড়িতেই থাকে। হিন্দু বাড়িতে প্রতিদিন সন্ধ্যেবেলা শঙ্খ বাজিয়ে অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ শক্তিকে আনয়ন করা হয়। শাস্ত্র মতে শঙ্খ এর উপকারিতা প্রচুর। শাস্ত্রমতে, শঙ্খ আহ্বান করে সুখ-সমৃদ্ধিকে৷ শঙ্খের আওয়াজ নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জিকে ঘরে নিয়ে আসে৷ শাস্ত্র মতে শঙ্খে বাস করে ভগবান বিষ্ণু। আর সংসারে বিষ্ণুর আধিপত্য থাকলেই আসবে সুখ সমৃদ্ধি। তাই সংসারে বিষ্ণুর আধিপত্য বজায় রাখতে সকালে ও সন্ধ্যায় তিনবার করে শাঁখ বাজান। এর ফলে সংসারে সবসময়ই শ্রীবৃদ্ধি বজায় থাকবে। এছাড়া বলা হয় যেসব বাড়িতে নিয়মিত শঙ্খ বাজে সেসব বাড়িতে হার্টের অসুখ সহজে হতে পারে না।

শঙ্খ রাখার কিছু নিয়ম আছে। শঙ্খ কখনোই মাটিতে রাখা যাবে না। তাহলে ভগবান বিষ্ণুর রোষের মুখে পড়তে হবে। তাই শঙ্খ সবসময় একটি সাদা কাপড়ের উপর রাখুন অথবা একটি পাথরের বাটিতে কিছুটা জল দিয়ে তাতে রাখুন। বাড়িূতে শঙ্খ থাকলে তাকে প্রতিদিন স্নান করাতে ভুলবেন না, এতে করে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। বাড়িতে শঙ্খ রাখতে হলে সর্বদাই ২ টি শঙ্খ একসাথে রাখতে হয়, কখনোই একটা শঙ্খ রাখতে নেই।

Related Articles

Back to top button