‘২০২০ সুন্দর হয়ে উঠুক’ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানালেন। নতুন বছরে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি। বুধবার সকালে ট্যুইটের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আশা করছি নতুন বছর প্রত্যেকের জীবনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে।
সকলের সুস্থতাও কামনা করেন তিনি। তিনি বলেন, ‘২০২০ আনন্দে কাটুক সবার। আশা করছি নতুন বছর সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। প্রত্যেকে সুস্থ থাকুন ও সকলের জীবনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক।’ এদিন ইংরেজীর পাশাপাশি হিন্দিতেও নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : বছর শেষে আবার ধাক্কা রান্নার গ্যাসে, দাম বাড়ল সাড়ে ২১ টাকা
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী ২০১৯ সালে দেশের সাফল্য ও ২০২০ দেশের মানুষের জন্য সরকার কী কী করতে চলেছে এই নিয়ে একটি ট্যুইট করেন। তবে দিল্লি আজ শুধু বর্ষবরণ নিয়েই মাতোয়ারা ছিল না। নতুন বছরকে বরণ করে নেওয়ার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভও দেখান দিল্লির বাসিন্দারা। সাকেতের সিটি ওয়াক মল, নেহরু প্লেস, খান মার্কেট, রাজৌরি গার্ডেন, কন্নাউট প্লেস সহ দিল্লির গুরুত্বপূর্ণ বাজার ও রাজনৈতিক কেন্দ্রগুলিতে বিক্ষোভ প্রদর্শনের জন্য জমায়েত করেন তারা।
মঙ্গলবার রাতে ২০২০ কে স্বাগত জানাতে শাহিন বাগে জড়ো হওয়া হাজার হাজার মানুষ নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯-এর প্রতিবাদে বিক্ষোভ দেখান এদিন।