Viral Video: মাথায় বাইক নিয়েই উঠলেন বাসের উপর, নেটজনতা পেল তাদের রিয়েল বাহুবলীকে

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম জনপ্রিয় গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা এমন অনেক ঘটনার সাক্ষী থাকতে পারি, যা হয়তো সচারচর আশেপাশে ঘটতে দেখা যায় না। যা দেখলে হয়তো অধিকাংশ মানুষ অবাক হয়ে যান। সম্প্রতি নেটদুনিয়ায় তেমনি একটি অবাক করে দেওয়া ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। নেটজনতাও পেয়ে গিয়েছে তাদের রিয়েল লাইফ বাহুবলীকে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামের জিতু কাশ্যপ নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেই ভিডিওটি এই মুহূর্তে পৌঁছে গিয়েছে নেটজনতার একাংশের মাঝে। ভিডিওটি নিঃসন্দেহে অবাক করেছে অধিকাংশকে। এমন ঘটনাও ঘটতে পারে, তা দেখে বিশ্বাস হচ্ছে না অনেকেরই। সেই কথা অবশ্য সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটির কমেন্টবক্সে নজর দিলেই স্পষ্ট হবে।

ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে একেবারে সাদামাটা পোশাকে মাথায় বাইক তুলে সিঁড়ি বেয়ে বাসের উপর উঠতে দেখা গিয়েছে। এতোটুকু ব্যালেন্স না হারিয়ে একটা গোটা বাইক তুলে দিয়েছেন বাসের উপর। ভিডিওটি দেখে এইটুকু স্পষ্ট, এই ব্যক্তিটি এমন ধরনের কাজ করতে যথেষ্ট সাবলীল। সম্ভবত এটিই তার পেশা। দড়ি দিয়ে টেনে অধিকাংশ জায়গায় বাইক বাসের মাথায় তুলতে দেখা যায়। তবে এমন করে বাইক মাথায় নিয়ে বাসের উপর সেভাবে তুলতে দেখা যায়নি কাউকেই। এমন ঘটনা চাক্ষুষ দেখতে না পেলেও, সোশ্যাল মিডিয়া সেই আক্ষেপ মিটিয়ে দিয়েছে নেটদুনিয়ার একাংশের। খুব স্বাভাবিকভাবেই এমন ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ঐ ব্যক্তিকে রিয়েল লাইফ বাহুবলী হিসেবেই এখন ডাকছেন নেটজনতার একাংশ। সেই ঝলকও রয়েছে নেটদুনিয়াতে।