করোনার প্রকোপে দেশ জুড়ে চলছে লক ডাউন। প্রথম দফার লক ডাউনের শেষ দিন প্রধানমন্ত্রী দ্বিতীয় দফার লক ডাউন ঘোষণা করেন। যার মেয়াদকাল আগামী ৩রা মে পর্যন্ত। আর এই লক ডাউনের মাঝেই স্বস্তির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়লেও সংক্রমণ মুক্ত হয়েছে বেশ কয়েকটি জেলা। গত ১৪ দিনে ৭৮টি জেলায় নতুন করে করোনার সংক্রমণ দেখা যায়নি বলেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
এদিকে দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনার সংক্রমণের হার সবচেয়ে বেশি। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেখানে মোট ৫,৬৫২ জনের করোনার সংক্রমণ ঘটেছে এবং মৃত্যু হয়েছে ২৬৯। তবে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭৮৯ জন। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় ৪১ জনের করোনার প্রকোপে মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪০৯ জন।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, দেশে করোনায় অনেকেই সুস্থ হচ্ছেন। সুস্থ হয়ে ওঠার হার ১৯.৮৯ শতাংশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লক ডাউনের ফলে ও টেস্টের পরিমান বেড়ে যাওয়ার ফলে সংক্রমণ কমেছে। এদিকে দেশে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,৩৯৩। মৃত্যু হয়েছে ৬৮১ জনের। দেশে করোনামুক্ত হয়েছেন ৪২৫৮ জন।
তবে দেশের মধ্যে মহারাষ্ট্রে সর্বাধিক সংক্রমণ ঘটলেও এরপরে রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ২,৪০৭ জন। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে সংক্রমিত হয়েছেন ২,২৪৮ জন।