বিকেল থেকেই শুরু হল কালবৈশাখীর তান্ডব। প্রচন্ড বৃষ্টির সাথে ছিল প্রবল ঝড়ের দাপট। এর সাথে সং দিয়েছে বড় আকারের শিল। শনিবার বিকেলে কলকাতা সহ উত্তরের বেশ কিছু জেলার অকাল কালো হয়ে যায়। বেশি বৃষ্টি হয় জলপাইগুড়িতে।
সেখানে প্রবল ঝড়-বৃষ্টি হয়। এমনকি এতো পরিমান শিল পড়ে যে বেশ কিছু এলাকা কার্যত সাদা বরফে ঢেকে যায়। এই ঝড়বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে ঠান্ডা অনুভূত হয়। রাস্তাঘাট শুনশান হয়ে পড়ে। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন ও হালকা বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় এই বৃষ্টির পরিমান আরও বাড়বে।
আরও পড়ুন : শহর তৈরি হচ্ছে কলকাতায়, হারিয়ে যাচ্ছে অনেক গাছ ও পাখি
পাহাড়ের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষনের মধ্যেই সেখানে ঝড়-বৃষ্টির দাপট শুরু হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া উত্তর ২৪ পরগোনাতেও হালকা ঝড়-বৃষ্টি হয়েছে বলে সূত্রের খবর।
এদিকে মার্চ মাসে যেখানে পারদ বাড়বে, সেখানে তাপমাত্রা এখন ও স্বাভাবিকের নিচে। শুনতে অবাক লাগলেও এটাই ঘটছে। রাতের তাপমাত্রাও বাড়েনি ফলে হালকা শীত অনুভূত হচ্ছে। তবে এই আবহাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।