আজ মহাষষ্ঠী। সারা বাংলা ভাসছে খুশির আমেজে। গোটা বাংলা জুড়ে চলছে মা দুর্গার আরাধনা। যখন সারা বাংলা আনন্দে উত্তাল তখন বাংলার এক কোণে মানুষদের উপর নেমেছে কালোছায়া। উত্তর বঙ্গের মানুষদের রীতিমত এক হাঁটু জলে পার হতে হচ্ছে রাস্তা।
গত কয়েকদিন ধরে অতিবৃষ্টিতে মালদা ও মুর্শিদাবাদের একাংশে বন্যার পরিস্থিতি তৈরী হয়েছে। তাছাড়া উত্তর বঙ্গের নদীগুলির জলতলের উচ্চতা এখনো কমেনি। ফলত মালদা ও মুর্শিদাবাদ এই দুই জেলার ছয়টি ব্লক কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। এই ব্লকগুলি হল মালদার রতুয়া ১,রতুয়া ২,হরিশ্চন্দ্রপুর, কালিয়াচক, মানিকচক এবং মুর্শিদাবাদের ফারাক্কা। তবে দক্ষিণবঙ্গেও আশার আলো দেখায় নি মৌসম ভবন। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে।