কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিক্ষিপ্ত অংশে আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আপাতত এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত রয়েছে এবং আকাশে মেঘের ঘনঘটা।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ। কলকাতা ছাড়াও বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এর একাধিক জায়গায়।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ওড়িশা উপকূলে এর মারাত্মক প্রভাব পড়বে যার জেরে আগামী কয়েকদিন ওড়িশা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।