নিউজরাজ্য

বেলা গড়ালেই ব্যাপক বদলাবে বাংলার আবহাওয়া, অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে

আজ উত্তরবঙ্গে ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে

Advertisement

বেলা বাড়ালেই বদলাবে রাজ্যের আবহাওয়া। আজ থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আদ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। তবে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতে। আজ কলকাতা শহরতলীর আকাশ আংশিক মেঘে ঢেকে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতা বৃদ্ধি পাওয়াতে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি নাজেহাল করে তুলতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি ছিল। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩২.৬ মিলিমিটার।

এছাড়াও হাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা পারদ আরো চড়বে। ফিল লাইক টেম্পারেচার ৩৫ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের বেগতিক অবস্থা হলেও আগামী রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানের বিক্ষিপ্ত কিছু অংশে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ সামান্য কিছুটা হলেও বাড়বে।

তবে আজ থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং এ বেলা গড়ালেই শুরু হতে পারে অতিভারী বৃষ্টিপাত। পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরেও। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত আগামী মঙ্গলবার অব্দি চলবে। আজ উত্তরবঙ্গে ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

Related Articles

Back to top button