নিউজরাজ্য

দু-এক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, চটপট দেখে আসুন প্রতিমা!

Advertisement

বাঙালির শ্রেষ্ঠ পুজা দূর্গা পূজা। এইদিন সকল বাঙালী জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে একত্রিত হয়। সকল বাঙালী আশায় থাকে পুজোয় বেড়াতে যাবে। কিন্তু পুজায় মাঝেই খারাপ খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

এবছর পুজায় মেঘের ঘনঘটা। সূর্যালোকের দেখাও নেই। এর মাঝেই আবার রাজ্যে বৃষ্টি, যেন কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। আজ মহাসপ্তমী, কিন্তু কাল থেকেই কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল। আজও সেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পশ্চিম ও উপকূলীয় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন ঘন্টায় বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার নবমী থেকে বাড়তে পারে বৃষ্টি। অষ্টমীতে সারা রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related Articles

Back to top button