স্টাফ রিপোর্টার: বিগত দশ দিন ধরেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় আমফান। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপ এদিন শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার বিকেলেই ধীরে ধীরে তা প্রভাব বিস্তার করবে। আগে জানা গিয়েছিল, এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে বাঁক নিতে পারে, কিন্তু আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস। ক্রমে শক্তিশালী হয়ে এই ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিকে এগোবে।
তবে ঠিক কোথায় আছড়ে পড়বে বা এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোন জায়গায় পড়বে সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি হাওয়া অফিস। তবে যতটা গতিতে বাঁক নেবে তার উপর নির্ভর করবে ঘূর্ণিঝড়ের প্রভাব। আর এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকারে স্থলভাগে আছড়ে পড়লে এর নাম হবে ‘আমফান’। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬৫ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এরফলে মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি। এদিন শনিবার তা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর-পশ্চিম উপকূলে এগিয়ে যাবে। আগামী ১৭ই মে এটি অভিমুখ বদলে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যেতে পারে বলে জানা গিয়েছে।