কলকাতানিউজরাজ্য

আমফানের তাণ্ডব সাথে কলকাতায় তুমুল বৃষ্টি, জানুন কোথায় কত বৃষ্টি হয়েছে

Advertisement

আমফানে বিধ্বস্ত শহর কলকাতা। এখন চারিদিকে শুধু ধ্বংসের ছবি। কলকাতার সেই সৌন্দর্য কেড়ে নিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। এই ঘূর্নিঝড়ের গতিবেগ পুরানো বহুদিনের রেকর্ড ভেঙে দিয়েছে। বুধবার কলকাতাতে এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৩৩ কিলোমিটার। সূত্রের খবর অনুযায়ী কলকাতাতে প্রায় ৫০০০ গাছ ভেঙেছে এই ঝড়ে। বিদ্যুতের খুঁটির ওপর গাছ ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের পাশাপাশি CESE-র অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই।

বিধাননগর, গড়িয়া, মানিকতলা, সোনারপুর, সহ উত্তর ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা কার্যত বিদ্যুৎহীন ছিল বুধবার। এখনও কলকাতার বেশ কিছু এলাকাতে বিদ্যুৎ আসেনি। মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি নিজে সিইএসসি এলাকায় পরিষেবা চালু করার কথা বললেও তার কোনো সুরাহা  হয়নি। শুধু বিদ্যুৎ নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে জল পর্যন্ত আসেনি। বিদ্যুৎ ও জল ব্যবস্থা দুটোই পুরোপুরি বন্ধ।

বুধবার শুধু ঝড়ের তান্ডব  চলেনি, তার সাথেই ছিল প্রবল বৃষ্টি। বুধবার কলকাতার কোথায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, রইল তার তালিকা।

বেলগাছিয়া ৭১ মিলিমিটার, মানিকতলা ৭৭ মিলিমিটার, বীরপাড়া ১৬১ মিলিমিটার, ধাপা ১২২ মিলিমিটার , উল্টোডাঙা ১৩২ মিলিমিটার, ঠনঠনিয়া ১৮২ মিলিমিটার, বালিগঞ্জ ১৮৮ মিলিমিটার, চেতলা ১৭২ মিলিমিটার, কালীঘাট ২১৪ মিলিমিটার, বেহালা ১০৪.৮ মিলিমিটার, তপসিয়া ১৮১ মিলিমিটার, দত্তবাগান ১৫৪ মিলিমিটার, দমদম ১৯৪ মিলিমিটার, আলিপুর ২২২ মিলিমিটার

Related Articles

Back to top button