বেশ কিছুদিন আগেই প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’ এর মুখোমুখি হয়েছে রাজ্যবাসী। প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বিভিন্ন এলাকা থেকে। ভেঙে পড়েছে গাছ, বন্ধ যোগাযোগ মাধ্যম, বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জলের সমস্যা, সবমিলিয়ে ভয়ংকর পরিস্থিতির শিকার হয়েছে সাধারণ মানুষ। অবস্থার উন্নতি ঘটতে না ঘটতেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর।
জানা গিয়েছে পূবালী ও দক্ষিণী হাওয়ার মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকে পড়েছে এই রাজ্যে। যার ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলা যথা- কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং এ আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।