আবহাওয়ার খবর : রাজ্যের এই জেলায়গুলিতে ভারী বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টি

শীতকালেও বৃষ্টির প্রকোপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল রাজ্যের বিভিন্ন জেলায়। সেই চিত্রই দেখা গেল সকাল থেকে। কলকাতাসহ বিভিন্ন জেলায় সকাল থেকেই শুরু হয় বৃষ্টি।

পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয় সকাল থেকে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গেছে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার পর্যন্ত চলবে এমন পরিস্থিতি।

আরও পড়ুন : এক মঞ্চে মমতা-মোদী, সাক্ষী থাকবে রাজ্যবাসী

বৃষ্টি হলেও তাপমাত্রা তেমন কমেনি।শীত বেশ খানিকটা কমেছে। তবে মেঘলা ভাব কাটলে ঠান্ডা আরও জোরালো হবে বলেই জানা গেছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয় ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার তাপমাত্রা হয় ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।