কলকাতা: আজ, বৃহস্পতিবার মহাষষ্ঠী। মায়ের বোধন হল আজ। করোনা পরিস্থিতির মধ্যে এবারে মা এসেছেন। তাই একটু অন্যরকমভাবে মাকে এ বছর আরও বেশি করে আরাধনা করার পালা। আনন্দ উৎসবের থেকেও আরাধনাটাই এবারে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কোনওটাই বোধ হয় সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত এমনটাই জানান দিচ্ছে। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হযেছে। আজ ষষ্ঠী থেকে পুজোর ক’দিন বৃষ্টিতে ভাসবে শহর, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এর প্রভাবে সপ্তমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হতে পারে মণ্ডপ। আজ থেকেই পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ফলে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ক্ষতির আশঙ্কা রয়েছে। শুক্র ও শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সব মিলিয়ে অকাল বর্ষণে পুজো কাটাতে হবে রাজ্যবাসীকে, এমনটা বলাই যায়।