গত শুক্রবার থেকে নিম্নচাপের দৌলতে বৃষ্টি ঢুকেছে বাংলায়। শনিবার সারাদিনই বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে সমগ্র রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গ দুদিকেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। রাজ্যের সবকটি জেলাতেই প্রায় পৌঁছে গেছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু এবং নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী বায়ুর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ সারাদিনই বৃষ্টিপাত হবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৮ শতাংশ।
আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের রাজ্যগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিকাংশ এলাকাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে আজ সারাদিনই ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।