সাবধান! ধেয়ে আসছে বজ্র-বিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত এই ৫ জেলায়, জারি করা হলো হাই অ্যালার্ট!

গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার কখনও রোদ আবার কখনও মেঘ, এভাবেই দিন শুরু হয়েছে কলকাতাই। আজ প্রবল বৃষ্টি হতে পারে কলকাতা ও…

Avatar

গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার কখনও রোদ আবার কখনও মেঘ, এভাবেই দিন শুরু হয়েছে কলকাতাই। আজ প্রবল বৃষ্টি হতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রধানত গত বুধবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছিল। অপরদিকে আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার দরুন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।