প্রজাতন্ত্র দিবসে ভারতে বড় ধরনের আক্রমণের পরিকল্পনা : সুত্র
জম্মু-কাশ্মীর পুলিশের সাসপেন্ডেড ডিএসপি দাভিন্দর সিং এর উদ্দেশ্য ছিল আগামী ২৬ শে জানুয়ারি পুলওয়ামা লাগোয়া পাখেরপোড়া রোডে বিস্ফোরণ ঘটানো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ দাভিন্দর সিং এর উপর নজর রাখায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
গত ১১ জানুয়ারি দাভিন্দর সিংকে তিন হিজবুল জঙ্গির সাথে গ্রেপ্তার করা হয়। তাদের গাড়ি থেকে পাওয়া যায় প্রচুর বিস্ফোরক, ওই গাড়িতে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল জাদুরা এলাকায় নাশকতা চালানোর জন্য। উপত্যকার বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে দাভিন্দর সিংয়ের হাত মেলানোর ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রমাণ সংগ্রহ করায় দেখা যায় তিন জঙ্গিকে দাভিন্দর সিং তার শ্রীনগরের বাড়িতে আশ্রয় দিয়েছিল।
আরও পড়ুন : ‘কেউ আপনাদের ছুঁতে পারবে না’, মুসলিমদের আশ্বাস রাজনাথের
পোখেরপোরা রোডে আইইডি বসানোর পরিকল্পনা করেছিল হিজবুল মুজাহিদিন। হিজবুলের দ্বিতীয় প্রধান নাভিদবাবু হলেন আইইডি বিশেষজ্ঞ ও জঙ্গী নিয়োগের নিয়োগের মাস্টারমাইন্ড। হিজবুলের পয়েন্ট ম্যান নাভিদ বাবুর ভাই ইরফান শাহ,যাকে ২০ জানুয়ারি পুলিশ গ্রপ্তার করেছে। গ্রেফতারের পরে দাভিন্দর সিং কে তার পদ থেকে সাসপেন্ড করা হয়। কেড়ে নেওয়া হয় তাকে দেওয়া শংসাপত্র ও মেডেল।
সংসদে হামলার অভিযোগে ফাঁসি দেওয়া আফজাল গুরু চিঠিতে দাভিন্দর সিং এর সাথে জঙ্গি যোগের কথা লিখেছিলেন। তার আইনজীবী জানিয়েছেন দাভিন্দর সিং আফজাল গুরুকে একটা ছোট্ট কাজ করে দিতে বলেছিলেন যা হল কাশ্মীর থেকে একজন জঙ্গিকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য অ্যাম্বাসেডর ভাড়া করে দিতে হবে। এই কাজ না করলে তার পরিবারকে গুলি করে মারা হবে বলে তিনি জানিয়েছিলেন। প্রসঙ্গত এনআইএ প্রথম জানায় হিজবুল জঙ্গিদের সঙ্গে দাভিন্দর সিং এর যোগাযোগ আছে এবং প্রজাতন্ত্র দিবসে উপত্যকায় নাশকতার ছক কষছে দাভিন্দর সিং।