গত রবিবার নিজের বাড়ি বান্দ্রায় আত্মহত্যা করেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কি কারণে তিনি এই পদক্ষেপ নিলেন সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। অনেকের ধারণা সিনেমা জগতে প্রভাবশালীদের চাপে পড়েই অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণে, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে চলেছেন অনুগামীরা।
এরই মাঝে জনপ্রিয় গায়ক সোনু নিগম সঙ্গীত জগতের ভয়াবহ পরিস্থিতির কথা প্রকাশ করলেন। তার দাবী সেখানেও নতুন গায়ক-গায়িকা-গান লেখক ও অন্যান্য শিল্পীদের পায়ের তলায় দমিয়ে রাখা হচ্ছে। এই বিষয়ে শুক্রবার ইউটিউবে নিজের ব্লগ ‘সোনুলাইভডি’-তে একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে তিনি বলেন, “খুব শীঘ্রই এবার গানের জগত থেকেও আত্মহত্যার খবর পাওয়া যাবে। এখানেও যেভাবে প্রভাবশালীরা প্রভাব খাটান তা একেবারে বলিউডের মতোই। যার ফল হিসেবে অসংখ্য উঠতি সঙ্গীতশিল্পীদের ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে যাচ্ছে।”
সোনু নিগম দীর্ঘদিন ধরেই বলিউডে এক নম্বর গায়ক হয়ে থেকেছেন। তার কথায় এও উঠে এসেছে যে, কী ভাবে তাকে দিয়ে একটি গান গাওয়ানোর পরও ফের সেটি অন্য গায়ককে দিয়ে গাওয়ানো হয়েছে। প্রভাবশালীদের প্রভাবে তিনিও হেনস্থা হয়েছেন। তবে বর্তমানে যদিও তার সময় শেষ হয়েছে কিন্তু নতুনদের সঙ্গে ভালো ব্যবহার এবং সুযোগ করে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। তার আশঙ্কা এটি নাহলে সঙ্গীত জগতেও একের পর এক আত্মহত্যা হতে পারে।