একবার চার্জ দিলে ৮৫ কিলোমিটারের রেঞ্জ, দাম মাত্র ৭৭ হাজার টাকা
HERO ATRIA ইলেকট্রিক স্কুটারে আপনারা এমন কিছু বৈশিষ্ট্য পাবেন যা হয়তো অন্যান্য স্কুটারে দেখা যায় না
ভারতে যখনই টু হুইলারের কথা উঠে তখনই ভারতের বাজারে বাইকের পাশাপাশি স্কুটারের চাহিদা অনেকটা বেড়ে যায়। তার মধ্যেও ইলেকট্রিক স্কুটার আজকাল সবথেকে বেশি প্রচলিত। সমস্ত সংস্থা আজকাল তাদের স্কুটারের বৈদ্যুতিক সংস্করণ বাজারে নিয়ে আসতে চলেছে। এর মধ্যে অন্যতম কোম্পানি হলো হিরো। এই কোম্পানিটি সম্প্রতি বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে। ভারতের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে Hero Atria। এই ইলেকট্রিক স্কুটার এর ব্যাপারে খুব কম তথ্য এখনো পর্যন্ত সামনে এলেও, যা জানা যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে সবথেকে ভালো ইলেকট্রিক স্কুটার এর মধ্যে একটি হতে চলেছে
আপনাদের জানিয়ে রাখি এই ইলেকট্রিক স্কুটারে আপনি বেশ কিছু আধুনিক এবং স্মার্ট বৈশিষ্ট্য দেখতে পেয়ে যাবেন। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার ওডোমিটার ওয়ান টাচ সেল্ফ স্টার্ট, এলইডি ডিসপ্লে, ফগ লাইট এলইডি নাইট ল্যাম্প, হ্যালোজেন ল্যাম্প, টিউবলেস টায়ার মেটাল হুইল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, বুট স্পেস, সাইড ইন্ডিকেটর, ব্যাক লাইটের মত দারুণ ফিচার।
এই ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হয়েছে একটি ৫১.২ ভোল্ট এবং ৩০ এম্পিয়ারের লিথিয়াম আয়ন বাটারি। ২৫০ ওয়াটের শক্তিশালী মোটরসহ আসে এই ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে ৮৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আপনারা পেয়ে যাবেন। ইলেকট্রিক স্কুটারে সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা হতে চলেছে। এই ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে পাওয়া যাবে মাত্র ৭৭ হাজার ৬৯০ টাকা থেকে। এমন পরিস্থিতিতে এই ইলেকট্রিক স্কুটার বাজারে উপলব্ধ অন্যান্যগুলির থেকে অনেকটাই এগিয়ে।