টেক বার্তা

ভারতে হাই স্পিড ইলেকট্রিক বাইক লঞ্চ করল হিরো, এক চার্জে চলবে ১৬০ কিমি

Advertisement

সম্প্রতি Auto Expo 2020 ইভেন্টে Hero Electric বিভিন্ন নতুনত্ব যুক্ত প্রোডাক্ট আনল। Hero-র ইলেকট্রিক মোটরসাইকেল AE-47 জনসমক্ষে আসল। প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হওয়া এই মোটরসাইকেল সম্পর্কে Hero Electric-এর ম্যানেজিং ডিরেক্টর নবীন মঞ্জাল জানান, গ্রাহকরা চাইলে AE-47-এ আপগ্রেড করতে পারবে, এই মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে। সুপারবাইককে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই হাই স্পিড বাইক।

GPS, GPRS, রিয়েল টাইম ট্র্যাকিং ও জিওফেন্সিং-এর সুবিধা যুক্ত Hero Electric AE-47 হাই পারফর্মেন্স ইলেকট্রিক মোটরসাইকেলে একবার চার্জ দিলে ১৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে।এর গতবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার।Hero Electric AE-47-এ রয়েছে একটি ৪,০০০ ওয়াটের ইলেকট্রিক মোটর।

আরও পড়ুন : জিও-র বাম্পার অফার, জিও ব্যবহারকারীরা পাবেন ফ্রি রিচার্জ

Hero Electric AE-47-এ থাকছে একটি 48V/3.5 kWh পোর্টেবল লিথিয়াম ব্যাটারি, যা ১০০ শতাংশ চার্জ হতে সময় নেবে ৪ ঘন্টা। মাত্র ৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছাতে পারবে Hero Electric AE-47। ভারতে Hero Electric AE-47 আনুমানিক ১ লক্ষ ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা।

Related Articles

Back to top button