ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এক লিটার পেট্রোলে যাওয়া যাবে ৮০ কিঃমিঃ, হিরো বাজারে নিয়ে এলো তাদের নতুন সস্তা শক্তিশালী বাইক

Advertisement

ভারতের বাজারে যে সমস্ত বাইক নির্মাতা কোম্পানি রয়েছে সেগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো হিরো মোটোকর্প। ভারতের সবথেকে জনপ্রিয় বাইক উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে একটি হলো এটা। এই কোম্পানির বাইক এর রয়েছে চমৎকার মাইলেজ এবং রয়েছে চমৎকার পারফরমেন্স। হিরো কোম্পানির বাইক উচ্চ মাইলেজ দেওয়ার জন্য সারা ভারতে প্রসিদ্ধ। এই কোম্পানি এবারে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে একটি নতুন বাইক, যার মাইলেজ দেখলে আপনিও চমকে যাবেন। এটি হতে চলেছে এই কোম্পানির সব থেকে উচ্চ মাইলেজ বিশিষ্ট HF DELUXE বাইক এবং ভারতীয় মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন প্রয়োজনের জন্য এটা হতে চলেছে একটা ভালো পছন্দ। আপনি যদি নির্ভরযোগ্য এবং অর্থনৈতিক বাইকের বিকল্প পেতে চান তাহলে আপনার জন্য রয়েছে এই বাইক।

নতুন বাইকের নতুন বৈশিষ্ট্য

হিরো কোম্পানির এই এইচএফ ডিলাক্স বাইকে আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত পারফরমেন্স এবং একটি ভাল মাইলেজ বিশিষ্ট ইঞ্জিন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। এই ইঞ্জিনের ক্ষমতা হবে ৯৭.২ সিসি। এই ইঞ্জিনটি আপনাকে ৮.০২ PS শক্তি এবং ৮.০৫ NM টর্ক জেনারেট করে দেবে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ফোর স্পিড গিয়ারবক্স। সঙ্গেই আপনি ভালো মাইলেজ এবং মসৃণ যাত্রার জন্য পেয়ে যাবেন বেশ কিছু অত্যাধুনিক ফিচার। এই বাইকটি আপনাকে সহজেই ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে দিতে পারবে। ফলে পেট্রোল সাশ্রয়ের ক্ষেত্রে এটা একটা ভালো অপশন হতে পারে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৯.১ লিটার ক্ষমতা বিশিষ্ট জ্বালানি ট্যাঙ্ক।

হিরো এইচএফ ডিলাক্স দাম

হিরো কোম্পানির এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক স্টার্ট ফিচার। সাথেই আকর্ষণীয় গ্রাফিক্স এবং বিভিন্ন রঙের বিকল্প আপনাদের জন্য রয়েছে। সামনের দিকে এই বাইকে রয়েছে আধুনিক মানের বেশ কিছু সাসপেনশন ফিচার। এই বাইকে আপনারা পেয়ে যাবেন টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। এছাড়াও খারাপ রাস্তায় চালানোর জন্য রয়েছে টুইন শক অ্যাবজরবার। এই বাইকের দাম মোটামুটি ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে থাকবে। ফলে সস্তা দামে আপনারা পেয়ে যাবেন একটি ভালো বাইক।

Related Articles

Back to top button