Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একচার্জে চলবে ২৫০ কিমি, ভারতের বাজারে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Hero Splendor ইলেকট্রিক বাইক, জানুন বিস্তারিত

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক…

Avatar

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। সম্প্রতি ভারতীয় গ্রাহকরা, ভারতের বেস্ট সেলিং বাজেট মূল্যের বাইক হিরো স্প্লেন্ডারের ইলেকট্রিক ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে আশা প্রকাশ করেছেন।

ভারতীয়দের ভরসার আরেক নাম Hero MotoCorp

সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের Hero Splendor বাইকটি ব্যাপক জনপ্রিয়। এই বাইকের দাম যেমন কম, ঠিক তেমনই মাইলেজ দেয় অনেকটাই।আসলে বর্তমানে একদিকে পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে পরিবেশের কথা খেয়াল করে নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রিক বাইক বা স্কুটি কেনার। এই সময় যদি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড Hero MotoCorp তাঁদের ইলেকট্রিক বাইক লঞ্চ করে তাহলে তা প্রচন্ড জনপ্রিয় হতে বাধ্য। আর এই কথা ভেবেই কোম্পানি এবার ভারতের বাজারে Hero Splendor ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে। এই বাইকটি প্রসঙ্গে জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইলেকট্রিক Hero Splendor বাইকের ফিচার

নতুন ইলেকট্রিক Hero Splendor বাইকে একটি ৩০০০ ওয়াটের মোটর বসানো হবে যা বাইকটিকে শক্তিশালী পারফরম্যান্স দেবে। এর সাথে, এটিতে ৮.০২ kWh ক্ষমতার একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে, একবার সম্পূর্ণ চার্জ করা হলে, এই বাইকটি ২৫০ কিমি পথ যেতে পারবে। দমদার পারফরম্যান্সের পাশাপাশি এই বাইকে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাইকে ডিজিটাল স্পিডোমিটার এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল ওডোমিটার এবং ট্রিপ মিটার এবং এলইডি হেডলাইট পাবেন। বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে ও নিরাপত্তার জন্য সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছন চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বাইক কবে লঞ্চ হবে তা কোম্পানি জানায়নি। কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই বাইক চলতি ডিসেম্বর মাসের শেষ দিকে আনুমানিক ১.৩০ লাখ থেকে ১.৫০ লাখ টাকা দামে বাজারে আসবে।

About Author