আন্তর্জাতিকনিউজ

অস্ট্রেলিয়ার দাবানল থেকে ভেড়াদের উদ্ধার করে হিরো প্যাটসি

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার দাবানল গোটা বিশ্বকেই এক ভয়াবহ চিন্তার সামনে দাঁড় করিয়েছে। ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী, বন্যজীবন। দাউদাউ করে জ্বলছে একটার পর একটা গাছ। দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বেঁচে যাচ্ছে কিছু কিছু প্রাণ। দমকল কর্মীদের সাথে আরেকজন উদ্ধারকার্যে নেমেছে, তার নাম না বললেই চলে না, তিনি হলেন প্যাটসি। না তিনি কোন প্রশিক্ষণপ্রাপ্ত দমকলকর্মী নয়, সে একটি কুকুর। বাঁচিয়েছে এক পাল ভেড়াকে। বাঁচিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়ে হিরো হয়ে বসেছেন তিনি।

ভেড়ার পাল বুঝতে পেরেছিল আগুন টা খুব কাছেই। ভয় তারা কাঁপছিল। দাউ দাউ করে জ্বলছিল বনাঞ্চল, কুকুরটি বুঝতে পেরে ভেড়ার পালের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সে তার পরে রীতিমতো চিৎকার করতে করতে তাদেরকে তাড়িয়ে সেখান থেকে অনেকটা দূরে নিয়ে যায়। এরকম সময় প্রভুর আগমন হয়, তখন জলের ট্যাংক এর সাহায্যে তাড়াতাড়ি তারা আগুন নেভালে রক্ষা পায় এই এক পাল অবলা জীব। কুকুরটির এই অভাবনীয় কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে সে, আর পাবে নাই বা কেন, এই যে এতগুলো ভেড়ার প্রাণ বাঁচালো সে, এটা কি কোন মহৎ কর্ম নয়?

আরও পড়ুন : ভগবানের মত আবির্ভাব আরউইন পরিবারের, অস্ট্রেলিয়ার দাবানল থেকে বাঁচল ৯০ হাজার প্রাণী

সকলের মিলিত চেষ্টাতেই হয়তো অস্ট্রেলিয়া থেকে বাঁচতে পারে কিছু জীবজন্তু। তা হচ্ছে ক্ষতি হয়েছে তার তুলনায় খুবই সামান্য, তা হলেও যে কজন কে বাঁচানো যায়। ঝলসে, পুড়ে, ক্ষতবিক্ষত হওয়া প্রাণীদের ছবিতে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। শুধুমাত্র ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের কোন উপায় নেই এখন।

Related Articles

Back to top button