বাস্তব জীবনের নায়ক! অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পুরস্কৃত হলেন সোনু সুদ

করোনা-কালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের সিম্বা মুভির সোনু সুদ। করোনা আবহয়ে যখন কাজ, ঘর হারিয়ে যখন হাজার হাজার শ্রমিক রাস্তায় হেঁটে চলেছিলেন, তখন সবার আগে তাঁদের পাশে এসে দাঁড়ান…

Avatar

করোনা-কালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের সিম্বা মুভির সোনু সুদ। করোনা আবহয়ে যখন কাজ, ঘর হারিয়ে যখন হাজার হাজার শ্রমিক রাস্তায় হেঁটে চলেছিলেন, তখন সবার আগে তাঁদের পাশে এসে দাঁড়ান সোনু সুদ। নিজেদের বাড়ি পৌঁছে দেবার জন্য তিনি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন এমনকি নিজের সবটুকু দিয়ে দাঁড়ান তিনি। এরপরে তাঁকে পুরস্কৃত করার জন্য এগিয়ে আসে সংযুক্ত রাষ্ট্র বিকাশ কার্যক্রম (United Nations Development Programme)। তাঁকে দেওয়া হচ্ছে – ‘এসডিজি স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’।

বাস্তব জীবনের নায়ক! অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পুরস্কৃত হলেন সোনু সুদ

তিনি যা পেরেছেন, তা কেউ পারেননি। বলিউডের কেউ এইভাবে এগিয়ে আসেনি। প্রথম সোনু সুদই শত শত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। দিয়েছিলেন আশার আলো। তাই তাঁকে দেওয়া হচ্ছে এই সন্মান।