FD Rates: এই ৬ ব্যাঙ্কে অল্পদিনে FD-তে দিচ্ছে বাম্পার সুদ, বিনিয়োগ করলেই হবেন কোটিপতি
টাকা সঞ্চয়ের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কিম হল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট
আজকালকার দিনে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় প্রত্যেকেই ব্যাংকিং পরিষেবা ব্যবহার করে থাকেন। বিভিন্ন ধরনের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সকলের। অনেকে টাকা সঞ্চয়ের জন্য ব্যাঙ্কের বিভিন্ন স্কিম ব্যবহার করে থাকেন। বর্তমানে টাকা সঞ্চয়ের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কিম হল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বা এফডি। ফিক্সড ডিপোজিটে টাকা রেখে নিশ্চিত আয় করা যায়। ব্যাঙ্ক আপনার বিনিয়োগ করা টাকার ওপর সুদ দেয়। সুদের হার ফিক্সড ডিপাজিটের মেয়াদের সঙ্গে পরিবর্তিত হয়। আমরা এই প্রতিবেদনে এমন ৫ টি ব্যাঙ্কের নাম জানাব, যারা ২ বছরের FD-তে সর্বোচ্চ হারে সুদ দিচ্ছে।
১) DCB Bank:
ডিসিবি ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের এফডি-তে ৩.৭৫ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করে। ১৫ মাস থেকে ২৪ মাসের কম সময়ের FD তে ৮% হারে সুদ দেয়।
২) Bandhan Bank:
বন্ধন ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য সাধারণ জনগণকে ৩ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ দেয়। আর ১ বছর, ৭ মাস, ২০ দিনের মেয়াদে সর্বোচ্চ ৮% হারে সুদ পাওয়া যায়।
৩) IDFC First Bank:
IDFC ফার্স্ট ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য সাধারণ জনগণকে ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ পর্যন্ত সুদের হার অফার করে। ৩ বছরের মেয়াদের FD-তে ৭.৭৫ শতাংশ এবং ৩৬৭ দিন থেকে ১৮ মাসের কম মেয়াদের এফডি-তে ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে।
৪) Indusind Bank:
Indusind Bank ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য সাধারণ জনগণকে ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
৫) Yes Bank:
ইয়েস ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য সাধারণ জনগণকে ৩.২৫ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। ৩৫ মাসের কম সময়ে সর্বোচ্চ ৭.৫ হারে সুদ পাওয়া যাবে।